"কথা বন্ধু" খ্যাত জনপ্রিয় ব্যক্তিত্ব গোলাম কিবরিয়া সরকার; Image Source: Facebook
শত শত মানুষের জীবনের গল্প শান্তনা যুগিয়েছেন যে মানুষ টি আজ তার জীবন অশান্ত হয়ে উঠেছে। রেড়িও জকি হিসেবে অনেক মানুষের জীবনের গল্প সামনে নিয়ে আসলেও এবার না চাইতেই তার জীবনের অজানা গল্প আচমকা সামনে চলে আসে ভক্তদের। বলছি কথা বন্ধু খ্যাত আর জে কিবরিয়ার কথা। তার পুরো নাম গোলাম কিবরিয়া সরকার হলেও ১৬ বছর ধরে আর জে কিবরিয়ার নামেই ভক্তদের মাঝে পরিচিত পান তিনি। শুরু টা রেড়িও জকি হিসেবে যাত্রা শুরু করলেও এখন টেলিভিশন উপস্থাপক হিসেবে ব্যাস্ত সময় পার করছেন তিনি। এছাড়াও রয়েছে তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। এখানে রয়েছে তারা অসংখ্য ফলোয়ার।
স্ত্রী ও সন্তানদের নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন এই রেডিও টকি। কক্সবাজার সাইমন হোটেলে ওঠেন তাঁরা, হঠাৎ করে স্বামী স্ত্রী মাঝে কলহের সৃষ্টি হয়। সেখানে তার স্ত্রী রাফিয়া নোরা সন্তানদের কে মারধর করেন বলে অভিযোগ তুলেন গোলাম কিবরিয়া। সন্তানদের বাঁচাতে গিয়ে হেনস্তার ও শিকার হন তিনি।
এই ব্যাপারে স্ত্রী কে বাদী করে কক্সবাজার মডেল থানায় একটি জিডি করেন কিবরিয়া। ১২ জানুয়ারি সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি। কি কারণে স্ত্রীর বিরুদ্ধে জিডি করেছেন সেই ব্যাপারে বিস্তারিত না জানালেও ভক্তদের মাঝে তিনি অনুরোধ জানিয়েছেন সত্যতা যাচাই না করে যেন কোন ভুলভাল সংবাদ প্রকাশ না করে।
সোস্যাল মিডিয়ায় কোন কিছু যাচাই-বাছাই না করে একটি ভুল সংবাদ প্রকাশ করে একজন ব্যাক্তির ব্যাকগ্রাউন্ড নষ্ট করা যায়। সুতরাং এসব কিছুই তোয়াক্কা করেন না তিনি। পাবলিকের সামনে তিনি কখনো তার পারিবারিক বিষয় নিয়ে কারো সামনে কোন কথা বলেন নি। স্ত্রী সম্পর্কে ও কোথাও কোন নেতিবাচক মন্তব্য করতে চান না।
তবে নিজের ভালোবাসার ব্যাপারে তিনি শতভাগ সৎ তাই ভক্তদের মাঝে নিজের প্রতি শতভাগ আস্থা রাখতে অনুরোধ করেছেন। সন্তানদের কোন ক্ষতি মেনে নেবে না স্পষ্টভাবে জানিয়ে দিলেন আর জে কিবরিয়া। তার বক্তব্য আমি ক্ষমা করতে রাজি আছি। আমি যেমন আমার সন্তানদের কোন ক্ষতি হতে দেব না ঠিক তেমনি আপনাদের এই ভুলভাল নিউজের কারণে তাদের ফিল্টারের কোন ক্ষতি হোক সেটা আমি চাই না।
"জীবন নাটকের চেয়ে ও নাটকীয়"_ বরাবরের মতো এই কথাটি বলে আসা মানুষ টির এবার তার জীবনের এই বিদারক গল্পের শেষটা স্বস্তির হোক সেটাই প্রত্যাশা ভক্তদের।
0 মন্তব্যসমূহ