Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

আরিফিন শুভর ১০ কাঠার প্লট নিয়ে রহস্যজনক তথ্য প্রকাশ|Arifin Shuvoo-news

Image source; YouTube 


ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ ২০২৩ সালে ‘মুজিব’ সিনেমার মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। এই সিনেমায় তিনি মাত্র এক টাকার পারিশ্রমিকে অভিনয় করেছিলেন। তবে তার বিনিময়ে তিনি রাজউকের কাছ থেকে ১০ কাঠার একটি প্লট পেয়েছিলেন। 


গত বছরের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংরক্ষিত কোটার ১৩/এ-ধারা অনুযায়ী, শুভ এই প্লট বরাদ্দ পান। এই ধারায়, রাজউক এলাকায় যাদের নিজস্ব প্লট বা ফ্ল্যাট নেই এমন সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, এবং যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন, তারা প্লট পেতে পারেন।

এই ধারা অনুযায়ী, ২০২৩ সালের ২৭ নভেম্বর রাজউকের উপ-পরিচালক (এস্টেট ও ভূমি) নায়েব আলী শরীফের স্বাক্ষরিত এক আদেশে শুভকে এই প্লট চূড়ান্তভাবে বরাদ্দ করা হয়। 


পেট থেকে 'অদৃশ্য' সন্তান, অপারেশন টেবিলে জ্ঞান হারালেন গর্ভবতী মহিলা


এ বিষয়ে রাজউকের তৎকালীন চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা সংবাদমাধ্যমে জানান যে, সংরক্ষিত কোটায় আরিফিন শুভকে প্লট বরাদ্দ দেওয়ার বিষয়টি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে।

শুভর প্লটের আইডি নম্বর ০১-৪০৩-০০৮ এবং কোড নম্বর ১৯০৮৯৯। রাজউকের বরাদ্দ নীতিমালা অনুযায়ী, সংরক্ষিত কোটা ১৩/এ-ধারায় ১০ কাঠার এই প্লটটি বরাদ্দ পান তিনি।


মোটা প্রযোজক রবীন্দ্র শেখর কে বিয়ে করে বিপাকে নায়িকা


বছরের শুরুতে রাজউক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮তম বোর্ড সভাটি ২৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। ওই বোর্ড সভাতেই আরিফিন শুভর নামে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার ঠিকানায় চিঠি পাঠিয়ে বরাদ্দের সিদ্ধান্ত জানান।

রাজউক সূত্র আরও নিশ্চিত করে যে, গত ৩১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে শুভর নামে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন এবং তার বসুন্ধরা আবাসিক এলাকার ঠিকানায় চিঠি পাঠান।


তবে শুভ এ বিষয়ে তখন কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছিলেন, "মধ্যে এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম, কিন্তু সেটা রাজউকের প্লট বরাদ্দের সঙ্গে সম্পর্কিত নয়। যদি প্লট বরাদ্দ পেয়ে থাকি, তখন আমি নিজেই সবাইকে জানাব। এ নিয়ে আর কিছু  বলতে চাই না।"..আরো পড়ুন 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ